
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৮৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে ৮৮ হাজার ২৯৯ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯০৩ ভোট।
এ সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন মেয়র পদপ্রার্থীরা।