
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের মতো এবারও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি কৃতকার্য হয়েছে। তবে তুললামূলক পিছিয়ে পড়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এ বছর আটটি সাধারণ বোর্ডের অধীনে বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগে পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৪ হাজার ৩৫২ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ২২০ জন। পাসের হার ৮৩ দশমিক ১৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৮ হাজার ৯৩৫ জন।
অন্যদিকে মানবিক, ইসলাম শিক্ষা ও সংগীত বিভাগে পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন। এদের মধ্যে পাস করেছে ২ লাখ ৮৩ হাজার ২৯৩ জন। পাসের হার ৫৮ দশমিক ১৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৭২৬ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৩ হাজার ৩৫৭ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৮৩ হাজার ৪২৯ জন। পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৫৮১ জন।