
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন তিনি। এ অভিনেতার পরবর্তী সিনেমা দত্ত। অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমায় সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর।
সিনেমাটিতে সঞ্জয় রূপে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না রণবীর। সঞ্জয়ের মতো শারীরিক গঠন তৈরি করতে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। এছাড়া এ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ২৫০ ঘণ্টা সঞ্জয়ের বিভিন্ন ভিডিও দেখেছেন এ অভিনেতা। এই ভিডিওগুলোতে সঞ্জয় দত্তের সিনেমা, টিভি শো ও জনসম্মুখে তার উপস্থিতির ফুটেজ রয়েছে।
জানা গেছে, সিনেমায় সঞ্জয়ের ছয়টি রূপে দেখা যাবে রণবীরকে। কিছুদিন আগে ইন্টারনেটে ফাঁস হয়েছিল ‘দত্ত’ সিনেমায় রণবীরের কিছু ছবি। ফাঁস হওয়া ছবিগুলোতে লম্বা চুলে রণবীরকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি ছিল যুবক অবস্থায় সঞ্জয়ের লুক। এবার ফাঁস হয়েছে আরো একটি ছবি। এতে কিছুটা বেশি বয়সের সঞ্জয় রূপে রণবীরকে দেখা গেছে। ছবি দেখে দর্শকদের বুঝতে বাকি নেই, সঞ্জয় রূপে সবাইকে চমকে দিতে প্রস্তুত রণবীর।
সিনেমা শুরু আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রণবীর কী পারবে সঞ্জয়কে সঠিকভাবে ফুটিয়ে তুলতে? ইতোমধ্যেই তার জবাব বেশ ভালোভাবেই দিয়েছেন রণবীর। সঙ্গে এও ইঙ্গিত দিচ্ছেন, চমক এখনো বাকি রয়েছে।
রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে। আগামী ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।