এটিইও পদে লিখিত পরীক্ষা দুপুরে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও)’ পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

রাজধানীর শেরে বাংলা নগরের শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৫০, ইংরেজিতে ৫০, গণিতে ও মানসিক দক্ষতায় ৬০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।

গত ২৭ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, অংশগ্রহণকারীরা পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম, সাধারণ ক্যালকুলেটর ছাড়া কোনো প্রকার ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না।