নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বুধবার দুপুরে র্যাব হেড কোয়ার্টার্সের এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উপপরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতের কাজে ব্যবহৃত ভুয়া এটিএম কার্ড উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।