খুলনা : লাগাতার নৌযান ধর্মঘটের কারণে খুলনায় নৌযান শ্রমিকদের অলস সময় কাটছে। হাতে কাজ না থাকায় বসে-শুয়ে সময় কাটাচ্ছেন তারা।
এদিকে শনিবার ধর্মঘটের পঞ্চম দিন অতিবাহিত হয়েছে। রূপসা, শিবসা, পশুর নদী ও ভৈরব নদে নোঙর ফেলা পণ্য বোঝাই জাহাজ-কার্গো নৌযান ধর্মঘটে আটকা পড়ে আছে। শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্য রয়েছে নৌযানগুলোতে।
ধর্মঘটের কারণে খুলনার বিআইডব্লিউটিএ ঘাট এবং ৪, ৫, ৬, ৭ নম্বর ঘাট ও রুজভেল্ট জেটিতে অবস্থানরত কোনো জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। এ ছাড়া খুলনা লঞ্চঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি বা আসেনি। এমনকি মোংলা বন্দর থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত কোথাও কোনো নৌযান চলাচল করেনি।
বাংলাদেশ নৌযান সংগ্রাম পরিষদ খুলনার নেতা দেলোয়ার হোসেন জানান, রুজভেল্ট জেটিসহ সব ঘাটে পণ্য ওঠানামার কাজ বন্ধ থাকায় প্রায় তিন হাজার নৌশ্রমিক অলস সময় কাটাচ্ছেন। কর্মবিরতির মাধ্যমেই তারা আন্দোলনে রয়েছেন।
উল্লেখ্য, বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান সংগ্রাম পরিষদের ডাকে গত ২২ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট পালিত হচ্ছে।