এদেশে শতভাগ নারীর শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বুধবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ভাষাসৈনিক ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে শতভাগ নারীর শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ভাষা আন্দোলনের চেতনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল বালিকা, কিশোরী, তরুণীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ বলেন, চিন্তা মানে সুচিন্তা। যে চিন্তার ফলাফল আমাদের ব্যক্তি জীবনকে সূচি, শুভ্র ও সুন্দর করবে, যে চিন্তা পারিবারিক জীবনে পরিবারকে সমৃদ্ধ করবে, যে চিন্তা সমাজ জীবনকে উন্নত করবে, যে চিন্তা বিশ্বজনীন সমৃদ্ধ ও শান্তি আনয়নে ভূমিকা রাখবে, তাই আমাদের ধারণ করতে হবে।

বেইলী রোডের গাইড হাউজের জাতীয় কার্যালয়ের গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বের্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম।

জাতীয় কমিশনারের বাণি পাঠ, প্রতিজ্ঞা নবায়ন, চিন্তা দিবসের চাঁদা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড ও রেঞ্জাররা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হলদেপাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইড সদস্য ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েলের জন্ম দিন ২২ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী গাইড সদস্যরা তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন করে। এবারের থিম : ‘ইমপ্যাক্ট’।