অর্থনৈতিক প্রতিবেদক : আয়কর হিসাব করার ক্ষেত্রে জনগণের ভোগান্তি কমাতে ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ট্যাক্স ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই করদাতা তার আয়কর পরিমানের সঠিক তথ্য জানতে পারবেন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আয়কর মেলা ২০১৬- এর দ্বিতীয় দিনে এনবিআরের ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালুর ফলে করদাতারা তাদের করের পরিমান খুব সহজেই জানতে পারবেন। এখন থেকে করদাতাদের আর এনবিআর কার্যালয়ে ছোটাছুটি করার প্রয়োজন পড়বে না।’
তিনি আরো বলেন, ‘ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালু হওয়ায় জনগণের ভোগান্তি কমে যাবে। পাশাপাশি তাদের সময় বেঁচে যাবে। এ অ্যাপসের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে আয়কর হিসেব করার সুযোগ পাওয়া যাবে। আয়কর রিটার্নের সব নির্দেশনা পাওয়া যাবে। পাওয়া যাবে আয়কর প্রদানের সব নির্দেশনাও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। আয়কর মেলার সভাপতি ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।