এনসিপির নেতাদের ওপর হামলাই প্রমাণ করে আ. লীগ সন্ত্রাসী দল: আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন বলেছেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই ন্যক্কারজনক হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। এদেশে ফ্যাসিবাদের শেকড় ওপড়ে ফেলাই এখন সময়ের দাবি।

বৃহস্প‌তিবার (১৭ জুলাই) দুপুরের দি‌কে মাদারীপুরের শিবচরে বিএনপি সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন।

অনুষ্ঠানে আসাদজ্জামান রিপন ব‌লেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে তারা আবারও দেশকে অস্থিতিশীল করে তৃতীয়পক্ষের ইশারায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা, কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের মূলোৎপাটন প্রয়োজন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিমুজ্জামান সেলিম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব মো. জাহান্দার আলী জাহান, মাদারীপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, শিবচর উপজেলা যুবদলের সহ-সভাপতি শামীম আহসান চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাদিরা মিঠু চৌধুরী।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের মূলোৎপাটন প্রয়োজন।