
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই দিনে বিক্ষাভ সমাবেশ করবে যুবদল। দুই রাজনৈতিক দলের সভা-সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য মাঠে রয়েছে র্যাব ও সেনাবাহিনী।
জানা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভা করবে এনসিপি। সেখানে বর্তমানে মঞ্চ তৈরির কাজ চলছে। বিকালের দিকে পথসভাটি অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
একই দিনে যুবদলের বিক্ষোভ সমাবেশ থাকায় কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। শহরের ১ নম্বর রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সমাবেশ স্থলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শহরের সড়কগুলোতে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এছাড়াও গোয়েন্দা সংস্থাগুলোও তাদের নজরদারি অব্যাহত রেখেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী তাদের মতো করে কাজ করবে।