এবারও শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ড।

ফলের পরিসংখ্যান থেকে জানা যায়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে আট সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ। ৫৯ দশমিক ০৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে কুমিল্লা বোর্ড।

আট বোর্ডের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৯ হাজার ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৩৪৯, কুমিল্লা বোর্ডে ৪ হাজার ৪৫০, যশোর বোর্ডে ৬ হাজার ৪৬০, চট্টগ্রাম বোর্ডে ৮ হাজার ৩৪৪, বরিশাল বোর্ডে ২ হাজার ২৮৮, সিলেট বোর্ডে ২ হাজার ৬৬৩ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।