বিনোদন ডেস্ক : গতকাল (২৮ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-২০১৬’। এবারের অনুষ্ঠানে ছিল নারীদের জয়জয়কার।
সংগীতে অবদান রাখার জন্য প্রতি বছর এ অনুষ্ঠানে সংগীতশিল্পীদের পুরস্কার দেওয়া হয়। এ বছর আসরটি বসেছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
‘ফরমেশন’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’সহ অনুষ্ঠানে সাতটি পুরস্কার জিতে এবারের আসরের মধ্যমণি ছিলেন সংগীতশিল্পী বিয়ন্সে। এবার মোট আটটি মনোনয়ন পেয়েছিলেন তিনি। এছাড়াও পেয়েছেন সেরা ভিডিও (নারী), সেরা পরিচালনা এবং সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার।
এ সময় নিজের অনুভূতি জানিয়ে এ গায়িকা বলেন, ‘সবার আগে আমি আমার মেয়ে এবং স্বামীকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ দিতে চাই।’
অনুষ্ঠানে অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীর মধ্যে রয়েছেন-ক্যালভিন হ্যারিস, ফিফথ হারমোনি এবং ড্রেক। মরনোত্তর পুরস্কার পেয়েছেন ডেভিড বোয়ি। তার ‘ব্ল্যাকস্টার’ অ্যালবামটি সেরা শিল্প নির্দেশনার পুরস্কার জিতেছেন।
সংগীতশিল্পী রিয়ান্না জিতেছেন ‘মাইকেল জ্যাকসন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’। একজন শিল্পীর পুরো কাজের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেওয়া হয়। এ গায়িকার হাতে পুরস্কার তুলে দেন কানাডিয়ান র্যাপার ড্রেক।
এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করেন অ্যারিয়ানা গ্র্যান্ডে, নিকি মিনাজ, ব্রিটনি স্পেয়ার্স, রিয়ান্না, বিয়ন্সে এবং চেইনস্মোকার্স। দশ বছর বিরতির পর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করলেন ব্রিটনি।
নিচে বিজয়ীদের তালিকা দেওয়া হলো :
বছরের সেরা ভিডিও : বিয়ন্সে (ফরমেশন)
সেরা ভিডিও (নারী) : বিয়ন্সে (হোল্ড আপ)
সেরা ভিডিও (পুরুষ) : ক্যালভিন হ্যারিস ফিচারিং রিয়ান্না (দিস ইজ হোয়াট ইউ কেম ফর)
সেরা দলীয় : ফিফথ হারমোনি ফিচারিং টিওয়াই দোলা সাইন (ওয়ার্ক ফর্ম হোম)
সেরা হিপ হপ ভিডিও : ড্রেক (হটলিং ব্লিং)
সেরা পপ ভিডিও : বিয়ন্সে (ফরমেশন)
সেরা রক ভিডিও : টুয়েন্টি ওয়ান পাইলটস (হেথেন্স)
সেরা ইলেকট্রনিক ভিডিও : ক্যালভিন হ্যারিস অ্যান্ড ডিসিপালস (হাউ ডিপ ইজ ইউর লাভ)
শ্বাসরুদ্ধকর দীর্ঘ ভিডিও : বিয়ন্সে (লেমনেড)
সেরা নতুন শিল্পী : ডিএনসিই
সেরা শিল্প নির্দেশনা : ডেভিড বোয়ি (ব্ল্যাকস্টার)
সেরা সিনেমাটোগ্রাফি : বিয়ন্সে (ফরমেশন)
সেরা পরিচালনায় : বিয়ন্সে (ফরমেশন)
সেরা সম্পাদনা : বিয়ন্সে (ফরমেশন)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : কোল্ডপ্লে (আপ অ্যান্ড আপ)
গ্রীষ্মের সেরা গান : ফিফথ হারমোনি ফিচারিং ফেটি ওয়াপ (অল ইন মাই হেড, ফ্লেক্স)