ক্রীড়া ডেস্ক : এবারের ইংল্যান্ড সফরে মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেল পাকিস্তানের।
দুর্দান্তভাবে চার টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ইতিহাস গড়ে পাকিস্তান। অথচ ওয়ানডে সিরিজে চরম নাজুক অবস্থা সফরকারীদের।
টানা চার ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে আজহার আলীর দল। এবার ইংলিশদের কাছে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে তারা!
আজ কার্ডিফে পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেই লজ্জা এড়াতে পারবে পাকিস্তান? ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
পাকিস্তান যেখানে লজ্জার সামনে দাঁড়িয়ে, ইংল্যান্ডের সেখানে দারুণ এক অর্জনের হাতছানি। ইংলিশরা পাঁচ বা এর বেশি ম্যাচের সিরিজে মাত্র একবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে।
২০০১ সালে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল নাসের হুসেনের ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো সেটি করে দেখানোর হাতছানি এবার এউইন মরগানের দলের সামনে।