এবার আসছে নীল রঙে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এই ফেব্রুয়ারিতে বাজারে আসছে অপো এফ৫ স্মার্টফোনের নতুন সংস্করণ ‘ড্যাশিং ব্লু’। এতে অপো এফ৫ এর আকর্ষণীয় সব ফিচারই থাকবে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি রিকগনিশন টেকনোলজি, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি।

‘ড্যাশিং ব্লু’-এর মূল্য কতো হতে পারে, এখনও জানা না গেলেও; তা অপো এফ৫ রেড এডিশনের সমমূল্যের হতে পারে। গত বছরের নভেম্বরে অপো এফ৫ রেড এডিশন বাজারে আসার পর থেকে ভিন্ন ভিন্ন এডিশন নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন বাজারে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। এর আগে অপো তাদের ফ্যানদের জন্য নিয়ে এসেছিল এফ৫ ৪ জিবির একটি বিশেষ এডিশন। এফ৫ ড্যাশিং ব্লু’তে পাওয়া যাবে পর্যাপ্ত স্টোরেজ সুবিধাসহ নির্ঝঞ্জাল ব্যবহারের অভিজ্ঞতা এবং ‘ড্যাশিং ব্লু’ রঙটি দেবে নিজস্ব স্টাইলের অভিজ্ঞতা।

অপো এফ৫-এর অসাধারণ বিউটি টেকনোলোজি সেলফিকে আরো সুন্দর করে তোলো। ২০০টিরও বেশি ফেসিয়্যাল রিকগনিশন স্পটের সাহায্যে অপো এফ৫ ড্যাশিং ব্লু-এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি একটি গ্লোব্যাল ডাটাবেজ-এর ওপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং একটি চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে।