
দিন দিন মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছে ভারতে। এরই মধ্যে আবারও খবর এলো করোনা সংক্রমিত অভিনেত্রী তথা বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র।
সোমবার সকালে নিজেই টুইটাবার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান এই অভিনেত্রী। পার্নো লিখেন, ‘আমি সকলের সঙ্গে একটা জরুরি বিষয় ভাগ করে নিতে চাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সকলকে অনুরোধ জানাবো যারা গত সাত দিনে আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন। নিজেদের খেয়াল রাখুন। আর হ্যাঁ, সবশেষে জানাই মাস্ক পরতে ভুলবেন না’।
আপাতত নিজ বাড়িতে নিভৃতবাসে আছেন এই অভিনেত্রী। নির্বাচনকে ঘিরে বহু মানুষের সংস্পর্শে এসেছেন পার্নো, দৌড়-ঝাঁপও করতে হয়েছে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। খুব সম্ভবত সেখান থেকেই কোভিড আক্রান্ত হন বিজেপি নেত্রী তথা নায়িকা।