এবার করোনায় আক্রান্ত হলেন আল্লু অর্জুন

ভারতীয় তেলুগুভাষী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন করোনায় আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্য ইনস্টাগ্রামে নিজেই এ তথ্য দেন তিনি।

বুধবার (২৮ এপ্রিল) ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন, ‘আমার কোভিড টেস্টে পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে আছি এবং বিধিনিষেধ মেনে চলছি। আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিলেন তাদের করোনা পরীক্ষা করার অনুরোধ করছি।’

তিনি আরও লেখেন, ‘আমাকে নিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের চিন্তিত না হওয়ার অনুরোধ করছি। আমি ভালো আছি। আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ পেলে ভ্যাকসিন গ্রহণ করুন।’