
জ্যেষ্ঠ প্রতিবেদক : এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন, ছাত্রী ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন। তবে এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১জন।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে।
তিনি বলেন, এবার পরীক্ষা শুরুর ২৫মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট পৌঁছে দেওয়া হবে।
‘আজ থেকে কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশ দেওয়া হলো। পরীক্ষা শেষ হওয়া না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবেন’-জানান মন্ত্রী।
গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন। বৃদ্ধির হার ১০.৭৯ শতাংশ। তবে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা কম। ছাত্রের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন আর ছাত্রী সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৮ জন।
তিনি বলেন, এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি। কেন্দ্র বেড়েছে ৪৪টি। সারা দেশে ৮ হাজার ৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এইচএসসি সাধারণ আট বোর্ডে পরীক্ষার্থী হচ্ছে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। তার মধ্যে ছাত্র ৫ লাখ ৫২ হাজার ৬১২ জন, আর ছাত্রী হলো ৫ লাখ ৩৯ হাজার ৯৯৫ জন।
‘মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২৭ জন। যার মধ্যে ছাত্রী ৪৪ হাজার ১৩৫ জন, ছাত্র ৫৫ হাজার ৯৯২ জন। কারিগরি শিক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন’-বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি আরো বলেন, কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ কোনো ধরনের ডিভাইস সঙ্গে নিতে পারবে না। যদি কারো কাছে এ ধরনের ডিভাইস পাওয়া যায়-তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশ্নের প্যাকেটে সিলগালাসহ সিকিউরিটি কোডের মাধ্যমে ডাবল প্যাকেটে কেন্দ্রে প্রশ্ন পাঠানো হবে। প্রতি বছরের মতো এবারো প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাপ্রাপ্ত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে জানান মন্ত্রী।
প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে, চলবে ১৩ মে পর্যন্ত। প্রতি বছরের মতো এবারো প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাপ্রাপ্ত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, মাওশির ডিজি প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ।