এবার গলুই সিনেমার গানে হাবিব

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ আবারও ফিরছেন সিনেমার গানে। সুপারষ্টার খ্যাত শাকিব খানের নতুন সিনেমা “গলুই” এর একটি রোমান্টিক গানে কন্ঠ দিবেন এ গুনী শিল্পী।

“গলুই যেমন নদীর বুকে জলের পথ আকেঁ,তেমনি আমি পাশে রবো তোমার প্রেমের ডাকে এমনই” কথার গানটি লিখেছেন নাট্য পরিচালক, চিত্রনাট্যকার, ও গীতিকার সোহেল আরমান। গানটিতে হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের তরুণ শিল্পী জারিন।

জানা যায়, সম্প্রতি এ গানটি হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর আগে বেশ কিছু গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন হাবিব। এবার এই রোমান্টিক গান দিয়ে দর্শক মনে জায়গা করতে পারবেন কি না সেটি দেখার অপেক্ষায় ভক্তরা।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে সিনেমাটি প্রযোজনা করেছে খোরশেদ আলম খসরু। আর পরিচালনার দায়িত্বে আছেন নির্মাতা এস এ হক অলিক। এতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে পূজা চেরিকে দেখা যাবে বলে শোনা গিয়েছে।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, এস এ হক অলিক ভাইয়ের ‘গলুই’ ছবির গানের মাধ্যমে অনেক দিন পর সিনেমায় গান গাইলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জারিন নামের একটা নতুন শিল্পী।