ক্রীড়া প্রতিবেদক :
চট্টগ্রাম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি হেসেছে ইংল্যান্ড।
ওই ম্যাচে দুই দলের কেউ সেঞ্চুরি না পেলেও মিরপুর টেস্টে নিজেদের দল নিয়ে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ঢাকা টেস্টে আগের ম্যাচের ধারাবাহিতা ধরে রাখার কথা জানিয়েছেন।
অন্যদিকে ইংলিশ অধিনায়ক কুক বলেছেন, আগের ম্যাচের চেয়ে আরো উন্নতির কথা। মিরপুর শেরে-ই বাংলায় মাঠে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুক।
ঢাকা টেস্টে নিজেদের দল নিয়ে কুক বলেন, ‘দলের খেলোয়াড়দের নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। আগামীকালের (শুক্রবার) ম্যাচে অভিষেক হতে যাচ্ছে জাফর আনসারীর। গ্যারেথ ব্যাটির পরিবর্তে আসবেন তিনি। আর স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে থাকবেন স্টিভেন ফিন।’
মিরপুরের উইকেট নিয়ে কুকের বক্তব্য, ‘আমার মনে হয় সকালের বৃষ্টি সেখানে গতকালের চেয়ে কিছুটা হলেও ঘাস জন্মাতে সহায়তা করবে। এটা যদি আগামীকাল পর্যন্ত চলতে থাকে তবে আমরা পরিস্থিতি বিবেচনার চেষ্টা করব। তবে মনে হচ্ছে এটি শুষ্ক উইকেটই হবে।’
বাংলাদেশি স্পিনারদের প্রশংসা করে কুক বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ অসাধারণ একটি টেস্ট ম্যাচ খেলেছে। স্পিন বোলারদের দলে নিয়ে তারা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে। তাদের এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসার পরিকল্পনা করতে হবে। আমি শুরুতে ভেবেছিলাম এই সফরের শুরুটি বেশ ভালো হবে। তবে আশা করছি আমরা আরো উন্নতি করতে পারব। আমাদের স্পিনাররা নিজেদের লেংথে উন্নতি আনতে পারবে। শেষ ম্যাচে তাদের রিভার্স সুইংয়ে আমি বেশ মুগ্ধ হয়েছিলাম।’
নিজেদের টপ অর্ডারের উন্নতি নিয়ে কুকের বক্তব্য, ‘এটা পরিষ্কার যে, টপ অর্ডারে আমরা খুব তাড়াতাড়ি উইকেট হারাচ্ছি। এটা খুবই কঠিন ছিল। আমি যতটুকু স্মরণ করতে পারি স্পিনারদের বিপক্ষে ওপেনিংয়ে সবচেয়ে কঠিন সূচনা ছিল। আশা করছি আমরা এখানে (মিরপুরে) শুরুটা ভালো করতে পারব। আমার বিশ্বাস এখানে যে কেউ সেঞ্চুরি হাকাতে সক্ষম হবে।’