এবার তাসকিনে ধরাশায়ী রোহিত

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদের বলে কাটা পড়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়েছিলেন ৬ রানে। দ্বিতীয় ইনিংসেও অনেকটা একই ধাঁচে আউট হলেন রোহিত।

এবার বোলারের নাম তাসকিন আহমেদ। আর তৃতীয় স্লিপে ক্যাচ হাতে জমিয়েছেন জাকির হাসান। এ যাত্রায় রোহিতের ব্যাটে এসেছে ৫ রান। চেন্নাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে রোহিতের রান ১১। রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজারা যেখানে স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন, সেখানে ভারতের টপ অর্ডারের দুর্দশা চলছেই।

দলীয় ১৫ রানে রোহিতকে হারিয়ে এখন ধীরে এগোচ্ছে ভারত। প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে যোগ করেছেন ২৩ রান।

এর আগে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুর বিপর্যয়ের পর অশ্বিন-জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রান পর্যন্ত পৌঁছায় ভারত। জবাব দিতে নেমে ফলো অন এড়াতে পারেনি বাংলাদেশ। জশপ্রীত বুমরাহর বোলিং দাপটে গুটিয়ে গেছে ১৪৯ রানে।