এবার নড়াইলে আ.লীগ কর্মীকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত জিল্লুর কালিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের চাচাতো ভাই ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কুলশুর গ্রামের শহীদ এখলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হামিদপুর ইউনিয়নের বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা অুনষ্ঠিত হয়। একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর জেরে বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা কুলশুর গ্রামের বাসিন্দা ও কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে। খবর পেয়ে জিল্লুর সেখানে গিয়ে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন। তবে ওই সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাঁ পায়ের রগ কেটে দেয়। পাশাপাশি এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে।

এ অবস্থায় স্বজনেরা জিল্লুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লুরকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখকে (২০) আটক করে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।