এবার নবম শ্রেণির তিন ছাত্রকে বেদম মারধর

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবার নবম শ্রেণির তিন ছাত্রকে বেদম মারধর করেছেন।

এ ঘটনায় সোমবার বিকেলে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে জিতু হাসান (১৪), সাব্বির রহমান (১৪) ও জুয়েল রানার (১৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায় ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলে তিনি ঘটনা না শুনে ওই তিন ছাত্রকে শ্রেণিকক্ষে বেদম মারধর করেন। এতে তারা গুরুতর আহত হয়ে পড়লে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকেরা এগিয়ে এসে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এরপর আহত ছাত্র জিতুর অভিভাবকেরা উত্তেজিত হয়ে স্কুলে এসে মারধরের কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক তাদের ওপর চড়াও হন। এরপর প্রধান শিক্ষক ও অভিভাবকের মধ্যে কথা কাটাকাটি। বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হলে শিক্ষক কওছার আলীকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, মেয়েদের উত্তক্ত করায় তিন ছাত্রকে একটু মারা হয়েছে। এতে এক ছাত্রের অভিভাবকেরা স্কুলে এসে ঝামেলা করেছে। ছাত্ররা অন্যায় করবে অথচ তাদের শাসন করা যাবে না?

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘ছাত্রছাত্রীরা একটু দুষ্টুমি করেছে তাই হেড মাস্টার ছাত্রদের মেরেছে। বড় ধরনের কোনো ঘটনা নয়। অভিভাবক সদস্যদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা নিজেরা বসে ঠিক করে নেব।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী বলেন, শ্রেণিকক্ষে কোনো ছাত্রকে মারধর করা সম্পূর্ণ নিষেধ। প্রধান শিক্ষক এর আগেও এক ছাত্রকে বেঞ্চের পায়া দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছিলেন। এবার তিন ছাত্রকে মারধর করলেন। এগুলো সম্পূর্ণ অবৈধ ও প্রধান শিক্ষকের অযোগ্যতার প্রমাণ দেয়।