এবার পাখি রক্ষায় খানসামায় সৈয়দপুরের সেতুবন্ধনের লিফলেট বিতরন

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- এসো পাখির বন্ধু হই, সুন্দর এ পৃথিবীকে বাঁচাই- এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরের ‘সেতুবন্ধন’ সংগঠনের উদ্যোগে পাখির নিরাপদ বাসস্থল গড়ে তোলার প্রচেষ্টায় নীলফামারী,সৈয়দপুর,রাজশাহীর পর এবার দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্তরে সেতুবন্ধনের উদ্যেগে পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও কর্মসুচির ধারাবাহিক অংশ হিসেবে দিনভর আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
মঙ্গলবার (২২ই নভেম্বর) বিকেলে খানসামার স্থানীয় কবি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দীন রকি, সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবাদিক আজিজার রহমান, নুর নবী ইসলাম,মোহাম্মাদ মানিক হোসেন,আফরোজ আহম্মেদ সিদ্দিকী টুইংকেল, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রীফে’র হিসাব রক্ষক রবিউল ইসলাম প্রমুখ।2016-11-23-16-22-04
এ সময়ে সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন জানান, বর্তমান সময়ে প্রায় ৪৩৫ প্রজাতির পাখি আমাদের দেশে বিচারণ করছে। আমরা ২০১২ সাল হতে সৈয়দপুর,নীলফামারী,রাজশাহীব্যাপী পাখি রক্ষায় এ কর্মসুচী চালিয়ে আসছি।
আমরা ভবিষ্যতে নীলফামারী,দিনাজপুর, ঠাকুঁরগাও,পঞ্চগড়,রাজশাহীর পুরো এলাকা জুড়ে পাখির নিরাপদ বাসস্থল তৈরীতে এ কর্মসূচি চালিয়ে যেতে চাই। এজন্য তিনি সবার সহযোগীতা ও পরামর্শ কামনা করেছেন।
উল্লেখ্যঃ-নীলফামারীর সৈয়দপুরের “সেতুবন্ধন”নামের স্বেচ্ছাসেবী সংগঠনটির এক ঝাক তরুন পাখি রক্ষায় নীলফামারী,রাজশাহী,দিনাজপুরসহ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের গাছে-গাছে শত শত কলসি বেধে দিয়ে পাখির নিরাপদ আবাসস্হল তৈরীতে কাজ করে যাচ্ছেন।