এবার বড় পর্দায় মিথিলা

আলোচিত নির্মাতা অনন্য মামুন। সব কিছু পেছনে ফেলে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন।

অন্য দিকে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এর আগে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। নাম লেখিয়েছেন ওয়েব ফিল্মেও। কিন্তু প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিথিলা।

অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘অমানুষ’। এতে জুটিবদ্ধ হবেন রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক নিরব।

রোববার (২১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই। তিনি বলেন, থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে তিনি আরো বলেন ‘চার মাস আগে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, আগামী ২৫ মার্চ ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করতে পারব। এপ্রিলে বান্দরবানের যাবে শুটিং ইউনিট।’

গত শনিবার (২০ মার্চ) এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মিথিলা। সিনেমাটিতে নিরব-মিথিলা ছাড়া আরো অভিনয় করবেন কাজী নওশাবা, রাশেদ মামুন অপু।

‘অমানুষ’-এর মূল গল্প অনন্য মামুনের আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।