এবার মাদকসেবনের দায়ে ইবি’র ছাত্র সাদ্দাম আটক

জেলা প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এর ছাত্র সাদ্দাম ইয়াবাসহ আটক।মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড। ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, গতকাল বিকালে ইবি’র প্রধান ফটকের সামনে এক মাদকসেবী মাদক সেবন করে মাতলামি করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাদ্দাম নামের এক মাদকসেবীকে আটক করা হয়। সাদ্দাম (২৮) ইবি’র ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ মেধাবী ছাত্র। সাদ্দামকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল রাব্বি।
সাদ্দাম কুষ্টিয়া ইবি থানাধীন লক্ষিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
উল্লেখ্য দ্বিতীয়বারের মতো সাদ্দাম মাদকসেবনের দায়ে সাজাপ্রাপ্ত হল।