এবার সাংসদ হারুন দায়ের করলেন মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রুমী এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমানের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মানহানির মামলা দায়ের করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।

বুধবার বজলুল হক হারুনের পক্ষে তার এপিএস এস এম জি মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিকে আগামী ১৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

এর আগে গত ২০ নভেম্বর রুমী এন্টারপ্রাইজের মালিক মো. খলিলুর রহমান আদালতে বজলুল হক হারুনের বিরুদ্ধে এক কোটি টাকার চেক জালিয়াতির মামলা দায়ের করেন। ওই মামলায় বজলুল হককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

মানহানির মামলায় অভিযোগ করা হয়, আসামি খলিলুর রহমান ২০১৪ সালের ২৪ জুলাই সাংসদ বজলুল হক হারুনকে অনুরোধ করে এবং ভুল বুঝিয়ে ৫টি সাদা চেক নেন এবং একটি অঙ্গীকারনামায় অঙ্গীকার করেন যে, ৫টি সাদা চেকের কোন অপব্যবহার করা হবে না। কিন্তু ৫টি চেক নিয়ে প্রতারণা করা হয়েছে অভিযোগ এনে খলিলুর রহমানের বিরুদ্ধে গত ১ নভেম্বর মামলা দায়ের করেন সাংসদ হারুন। আদালত আগামী ৩০ নভেম্বর হাজির হওয়ার জন্য খলিলুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন।

২০১৩ সালের ২০ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় এবং ২৫ ডিসেম্বর আরেকটি দৈনিক পত্রিকায় এবং পরের বছর ১২ জানুয়ারি আরো একটি দৈনিক পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশিত হয়। আসামি খলিলুর রহমান বিভিন্ন প্রত্রিকায় ভুল তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এই মানহানিকর সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে বুধবার সাংসদ বজলুল হক হারুনের পক্ষে তার এপিএস এস এম জি মোস্তফা কামাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।