আন্তর্জাতিক ডেস্ক : এবার সেব্রেনিতসা গণহত্যার জন্য ডাচদের দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। মঙ্গলবার তিনি বলেছেন, ‘সেব্রেনিতসা হত্যাযজ্ঞ থেকেই নেদারল্যান্ড ও ডাচ লোকজনের পরিচয় আমরা পেয়েছি। তার কীভাবে সেখানে গণহত্যা চালিয়েছে তা আমরা ভালোভাবেই জানি। আমাদেরকে সভ্যতার শিক্ষা দেবে এমন কাউকে আমাদের প্রয়োজন নেই।’
১৯৯৫ সালে বসনিয়ার সেব্রেনিতসায় আট হাজার মুসলমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সার্ব বাহিনী এই হত্যাযজ্ঞের জন্য দায়ী হলেও ঘটনার সময় ওই এলাকায় মোতায়েনকৃত জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীরা তাদের বাধা দিতে ব্যর্থ হয়েছিল।
এরদোয়ানের এসব মন্তব্যকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুচা। ডাচ সম্প্রচারমাধ্যম আরটিএলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি (এরদোয়ান) ক্রমশ সীমা অতিক্রম করছেন। এটি অবিশ্বাস্য রকমের নিম্নমানের ও ধাঁচের। আমরা আমাদেরকে এই পর্যায়ে নামাতে চাই না। এটা খুবই অগ্রহণযোগ্য ও চরম বিরক্তিকর।’
প্রসঙ্গত, এরদোয়ানের ক্ষমতা আরও বাড়াতে ১৬ এপ্রিল সংবিধান সংশোধন নিয়ে তুরস্কে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের পক্ষে প্রচারের জন্য শনিবার নেদারল্যান্ডসের রটারডাম শহরে পুলিশ তুরস্কের দুই মন্ত্রীকে সমাবেশ করতে দেয়নি। ওই দুই মন্ত্রীর মধ্যে একজনকে কনস্যুলেটে ঢুকতে না দেওয়া এবং পরে তাকে জার্মান সীমান্ত দিয়ে বের করে দেওয়া হয়। এর জেরে দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ মবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করেছে আঙ্কারা।