
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় লালদীঘি ময়দানে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪ দলের নেতাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বুড়য়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আক্তার, জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণ-আজাদী লীগের সভাপতি এস.কে শিকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও মহাসচিব লায়ন এম.এ আউয়াল, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।