আন্তর্জাতিক ডেস্ক : এভারেস্টজয়ী প্রথম নারী জাপানের নাগরিক জুনকো তাবেই (৭৭) মারা গেছেন।
তাবেইয়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, চার বছর ধরে তলপেটের টিস্যুর ক্যানসারে ভুগছিলেন তাবেই। অবশেষে টোকিওর তাইসামায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তবে জাপানের গণমাধ্যমে শনিবার তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়।
১৯৭৫ সালের মে মাসে ৩৫ বছর বয়সে এভারেস্টে ওঠেন তাবেই। এছাড়া সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত চুড়ায় আরোহনকারী প্রথম নারীও তিনি। তার সর্বশেষ অভিযান ছিল ফুজি পর্বতে।