এভারেস্টের সাউথ বেস ক্যাম্পে করোনায় আক্রান্ত ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারিতে কাঁপছে বিশ্ব। এ ভাইরাসে সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ। বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের সাউথ বেস ক্যাম্পে অবস্থান করা পর্বতারোহী ও তাদের সহযোগী শেরপাদের মধ্যে অন্তত ২ শতাধিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্বতারোহী লুকাস ফারটেনবাচ। পর্বতারোহীদের সহায়তাকারী বাণিজ্যিক সংস্থা ফারটেনবাচ অ্যাডভেঞ্চারের কর্ণধারও তিনি।

ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি মেইলকে ফারটেনবাচ বলেন, ‘আমার হিসেব মতে, এই মুহূর্তে সাউথ বেস ক্যাম্পে অন্তত ১৫০ থেকে ২০০ জন করোনা পজিটিভ রোগী আছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে। আমার নিজের সংস্থার একজন গাইড ও ছয়জন শেরপা সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন।’

নেপালের স্বাস্থ্য বিভাগ অবশ্য জানিয়েছে, ফারটেনবাচের অভিযোগ সঠিক নয়। দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক আরতিমায়া তামাং জানিয়েছেন, তাদের হিসেবে অনুযায়ী নিয়মিত মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য পর্বত অভিযানে অংশ নেওয়া ৭৭ জন শেরপা করোনায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে করোনায় আক্রান্তের কোনো তথ্য তাদের কাছে নেই।

তবে ফরটেনবাচ নিজের অভিযোগের ব্যাপারে অনড়। ডেইলি মেইলকে তিনি বলেন, ‘উদ্ধারকারী বিমানচালক, ইনস্যুরেন্স কোম্পানি, ডাক্তার ও বিভিন্ন অভিযাত্রী দলের দলনেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জেনেছি আমি। আমার কাছে এই অভিযোগের পক্ষে প্রমাণও আছে।’

প্রায় এক বছর বন্ধ রাখার পর চলতি বছর এভারেস্ট অভিযাত্রীদের ফের অভিযানের অনুমতি দিয়েছে নেপালের সরকার। মহামারির কারণে এ বছর ৪০৮ জন অভিযাত্রীকে এভারেস্টে আরোহনের অনুমতি দেওযা হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, বিদেশের যেসব দল মাউন্ট এভারেস্ট অভিযানে অংশ নেবেন, তাদের অবশ্যই নেপালে পৌঁছানোর পর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে, পাশাপাশি করাতে হবে আরটি-পিসিআর টেস্ট। ওই টেস্টে ‘নেগেটিভ’ আসা ব্যক্তিরাই যেতে পারবেন এভারেস্ট অভিযানে।

নেপালে এভারেস্ট অভিযানের মৌসুম হিসেবে ধরা হয় এপ্রিল থেকে জুন— এই তিন মাস। অভিযোগ উঠেছে, এবার যেসব অভিযাত্রী দল নেপালে এসেছে, সেগুলোর ৪৩ টি অভিযাত্রী দলের সদস্যদের কাঠমাণ্ডু ছাড়ার আগে করোনা টেস্ট করানো হয়নি।

ফরটেনবাচ বলেন, ‘অধিকাংশ অভিযাত্রী দলের সঙ্গে করোনা টেস্ট কিট নেই। আমাদের যে দলগুলো গেছে, তাদের টেস্ট কিটে পরীক্ষা করার পর দুই জন পর্বতারোহী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

তিনি জানান, গত মাসে এভারেস্টের সাউথ বেস ক্যাম্পে প্রথম করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়। নরওয়ের ওই পর্বতারোহী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর প্রথমে তাকে হেলিকপ্টারে করে কাঠামাণ্ডু আনা হয়, তারপর শরীরের অবস্থা ভাল হলে তিনি দেশে ফিরে যান।

তিনি আরও বলেন, ‘দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে অধিকাংশ পর্বতারোহী দল বর্তমানে সাউথ বেস ক্যাম্পে অবস্থান করছেন। আমাদের হিসেব বলছে, বর্তমানে সেখানে আছেন অন্তত ১৫০০ মানুষ।’

দক্ষিণ এশিয়ার যে দেশগুলোতে করোনা সংক্রমণের উচ্চহার লক্ষ্য করা গেছে, সেগুলোর মধ্যে নেপাল অন্যতম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নেপালে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার জন এবং মারা গেছেন ৬ হাজার ২৪ জন।

দেশটির বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে, চলতি মৌসুমে এ পর্যন্ত কয়েকজন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট থেকে নামার পর করোন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

গত ফেব্রুয়ারি থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দিয়ে গণটিকাদান কর্মসূচি শুরু করে নেপালের সরকার। এর মধ্যে প্রায় ২০ লাখ মানুষকে টিকার প্রথম ডোজও দেওয়া হয়েছে; কিন্তু ঘাটতি দেখা দেওয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে দেশটি।