এভিয়েশন সেক্টরের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছেঃ বিমান ও পর্যটন মন্ত্রী

রেজাউর রহমান চৌধুরী; ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, বিশ^ ক্রমেই ছোট হয়ে আসছে আর ছোট হয়ে আসার অন্যতম অনুষঙ্গ এভিয়েশন শিল্পের অভূতপূর্ব উন্নয়ন। বর্তমান পৃথিবীতে বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন এবং আন্ত:রাষ্ট্রিক সম্পর্কন্নোয়নে এভিয়েশ সেক্টর গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। বাংলাদেশ এর গুরুত্ব উপলদ্ধি করে এভিয়েশন সেক্টরের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ার নেভিগেশন, এক্সিডেন্ট ইনভেস্টিগেশনসহ বিমানবন্দর সমূহের উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নেও কার্যক্রম গ্রহণ করেছে সরকার।

তিনি গতকাল চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশনে বক্তৃতাকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে সিভিল এভিয়েশন অথরিটিএ্যাক্ট ও সিভিল এভিয়েশন এ্যাক্ট পাশ করেছে। অতি সম্প্রতি আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) এর অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭৭.৪৭ নম্বর অর্জন করেছে যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এ ছ্ড়াাও সরকার এ খাতে দক্ষ জনবল তৈরি করতে এভিয়েশন বিশ^বিদ্যালয় স্থাপনে কাজ করছে।

চীনের রাজধানী বেইজিং এ গত ৩১ জানুয়রি এ সম্মেলন উদ্বোধন করেন চীনের উপ প্রধানমন্ত্রী মা কাই (গধ কধর) সম্মেলনে ৩১টি দেশের এভিয়েশন মিনিস্টারসহ ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেয়।