এমএলএম এর ফাদ; উত্তরায় ৫০ কো‌টি টাকা হা‌তি‌য়ে ফের স‌ক্রিয় লাইফ ও‌য়ে।

এইচ এম আমানঃ উত্তরা জু‌ড়ে দীর্ঘ সময় ধ‌রে চল‌ছে এমএলএম নামক প্রতারণা বা‌ণিজ্য।৫০ কো‌টি টাকা হা‌তি‌য়ে নেওয়ার পর,‌ফের কা‌দে‌রের নেতৃ‌ত্বে শুরু হ‌য়ে‌ছে এ বা‌নিজ্য।ডেসটিনির পর দেশজুড়ে প্রতারণার ফাঁদ পেঁতেছে লাইফ ওয়ে নামক এমএলএম কোম্পানী।অধিক অর্থে প্রলোভন দেখিয়ে সদস্য করছে সহজ-সরল তরুণ-তরুণীদের।এদের মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর প্রকৃত দামের তুলনায় প্রায় দশ গুনের চেয়েও বেশি। সদস্যদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।দামের চেয়ে মানে সেরা সদস্যদের হাতে ধরিয়ে দিয়ে পণ্য নামক প্রতারণার ফাঁদ। আর ভবিষ্যতের আয়ের আশায় তাদের সেই ফাঁদে ফেলে বেকারত্ব অভিশাপ ভুক্ত থাকা এইরকম তরুণীরা ডেসটিনির প্রতারণার ফাঁদ হওয়ার পর সরকারের দৌড় ঝাঁপে কিছুদিনের জন্য ঝিমিয়ে পড়েছিল এমএলএম কোম্পানীর রমরমা বাণিজ্য।তারপর সম্প্রতি দেশজুড়ে বেশ লাইফ ওয়ে কোম্পানী রাজধানীর উত্তরার ১০নং সেক্টর ১নং রোড ২নং বাসায় তৃতীয় ও চতুর্থ তলায় চালিয়ে যাচ্ছে এই প্রতারণার ব্যবসা।এই অফিসে একজনের সাথে কথা বললে আব্দুল কাদের জানান আমরা কাউকে চাকুরী দিচ্ছি না।চাকুরীর বিনিময়ে পণ্য বিক্রয় করে তাদের আয়ের উৎস যোগাড় করে নিচ্ছে লাইফ ওয়ের কাছ থেকে।শুধু এমএলএম-ই নয়,রয়েছে মাদক ব্যবসা ও পতিতালয়।শুধু দেশেই নয় দেশের বাহিরেও নারী পাচার করা হয় ব‌লে জানান,অ‌ফি‌সের বুয়া সখিনা খাতুন।লাইফও‌য়ের মূল মালিক মোঃ আসাদুজ্জামান ও তার স্ত্রী শিলা বর্তমা‌নে পলাতক।তারা প্রায় পঞ্চাশ কোটি টাকা আত্মসাৎ করেছেন ব‌