নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন৷
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় পরিবার পরিজন নিয়ে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।
সরকারের পক্ষ থেকে আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে গত পাঁচমাসেও আমাদের দাবি পূরণের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম ও কাজী এম হান্নানসহ আরো অনেকে।