নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
বুধবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন শুরু করে সংগঠনটি।
অবস্থান কর্মসূচি পালনকালে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশরাত আলী বলেন, দেশের ৯৮ শতাংশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ব্যবস্থাপনানির্ভর। পাঁচ থেকে ছয় হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা এমপিওভুক্তির অপেক্ষায়।
‘সারা দেশে প্রায় ৮০ হাজারের বেশি শিক্ষক রয়েছেন, যারা ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান দিচ্ছেন। অথচ গত ১০ থেকে ১৫ বছর ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। এ ব্যাপারে সরকারও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না।’
মানসম্পন্ন শিক্ষার তাগিদ দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন, ‘শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছে না। এতে তাদের জীবন চালানো অনেক কষ্টের হয়ে যাচ্ছে। অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম হয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থায় মান কমে যাওয়া ও বিপর্যযের আশঙ্কা রযেছে।’