এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক ছাড় আজ

নিজস্ব প্রতিবেদক : বৈশাখী ভাতা ছাড়াই আজ মঙ্গলবার ছাড় হচ্ছে ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য জানা গেছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) হাতে পাওয়া গেছে। হিসাব রক্ষণ অফিস থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি হওয়ায় এমপিওর চেক সোমবার ব্যাংকে পাঠানো যায়নি। তাই ১২টি চেক আজ মঙ্গলবার ব্যাংকে পাঠানো হচ্ছে।

শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে বেতন-ভাতা ১০ এপ্রিল পর্যন্ত উত্তোলন করতে পারবেন।