এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর বেতন ছাড়

সচিবালয় প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

শিক্ষক-কর্মচারীরা ৮ নভেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন। যেসব শিক্ষক-কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার এমপিও কপি-ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে বা অন্য কারণে বেতন-ভাতা তুলতে পারেননি, তারাও চলতি মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা তুলতে পারবেন।