নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও না দেওয়ার শর্তে ডাবল শিফট খোলার অনুমতি কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শিক্ষাসচিবসহ ১০ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাফায়েত জামিল ও অ্যাডভোকেট মো. আল-আমিন।
আইনজীবী হুমায়ন কবির জানান, ২০১৩ সালের ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি চিঠিতে বলা হয়- ‘সাতক্ষীরার কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ডাবল শিফটের জন্য নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীদের এমপিও না দেওয়ার শর্তে মাধ্যমিক পর্যায়ে ডাবল শিফট খোলার সম্মতি জ্ঞাপন করা হলো।’ এই সিন্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।
সাতক্ষীরার কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ডাবল শিফটের শিক্ষক-কর্মচারীরা এ রিট আবেদন দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রোববার রুল জারি করেন।