
নিজস্ব প্রতিবেদক : পদোন্নতি ও প্রশাসনিক পদে পরিবর্তন এনে মাদরাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নীতিমালা সংশোধন চেয়ে পাঁচ দফা দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সরকার ঘোষিত মাদরাসা এমপিও নীতিমালা বাস্তবায়ন হলে জেনারেল (নন-এরাবিক) শিক্ষকরা নানা দিক থেকে বঞ্চিত হবেন। যা মাদরাসা শিক্ষা ব্যবস্থায় মোটেই কাম্য নয়।
তারা বলেন, নীতিমালায় আরবি শিক্ষকদের প্রশাসনিক পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, অন্যান্য বিষয়ের শিক্ষকদের তা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই দ্রুত এমপিও নীতিমালা সংশোধনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।
সংগঠনের সভাপতি মো. হারুন অর রশীদ দাবি করে বলেন, মাদরাসা নীতিমালা সংশোধান করে প্রশাসনিক (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার) পদে জেনারেল শিক্ষক নিয়োগের বিধান চালু করতে হবে।
তিনি আরো দাবি করেন, পদোন্নতির ক্ষেত্রে সব প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ দিতে হবে, প্রশাসনিক পদ লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষানীতির আলোকে ২০১০ সালে জারিকৃত পরিপত্র অনুযায়ী বহাল রাখতে হবে, অবিলম্বে শিক্ষকদের ইনক্রিমেন্ট, বৈশাখি ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান করতে হবে এবং মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে জাতীয়করণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব জহির উদ্দিন হাওলাদার, সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফজলুল বারী বেলাল প্রমুখ।