
নিজস্ব প্রতিবেদক : স্ত্রীর মৃত্যুতে জানাজায় অংশ নিতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এমপি হান্নানের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, ‘বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এমপি হান্নানসহ তার ছেলেকে প্যারোলে মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ ডিসেম্বর এমপি হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এম এ হান্নানসহ (৮০) এ মামলার পাঁচ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য চারজন হচ্ছেন- এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ (৬৪), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও মো. হরমুজ আলী (৭৩)।
পলাতক তিন আসামি হচ্ছেন- ফখরুজ্জামান (৬১), আব্দুস সাত্তার (৬৪) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।
আনুষ্ঠানিক অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।