
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নব রেনেসাঁর ডাক দিয়েছেন।
ফরাসিদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, ফ্রান্সের বৈশ্বিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করবেন।
স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট ভবন এলিসি প্রাসাদে শপথের পর প্রথম ভাষণে ফরাসি জাতির নবজাগরণের অঙ্গীকার করেন ৩৯ বছর বয়সি ম্যাক্রোঁ।
তার পাঁচ বছরের মেয়াদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংস্কার ও নতুন রূপ দেখতে চান ম্যাক্রোঁ। নির্বাচনে তিনি ইইউপন্থি ছিলেন এবং ফ্রান্সের সঙ্গে ইইউর সম্পর্ক আরো দৃঢ় করার ঘোষণা দেন।
বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের পাঁচ বছরের শাসনামল শেষ হয় ম্যাক্রোঁর শপথের মধ্য দিয়ে। তবে ওলাঁদের পাঁচ বছর নানা সংকটে ছিল ফ্রান্স এবং বেকারত্বের উচ্চহারে দিশেহারা হয়ে পড়ে দেশটি।
গত সপ্তাহে দ্বিতীয় দফার নির্বাচনে উগ্র ডানপন্থি ন্যাশনাল ফ্রান্টের (এনএফ) প্রার্থী মারি লি পেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যাক্রোঁ। তিনি প্রায় ৬৬ শতাংশ ভোট পান।
প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার ম্যাক্রোঁ এর আগে কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। মাত্র এক বছর আগে তিনি রাজনৈতিক সংগঠন দাঁড় করান। এত অল্প সময়ে ফরাসিদের মতো সচেতন ভোটারদের মন জয় করে প্রেসিডেন্ট হওয়া সত্যিই বিস্ময়ের।
রোববার ম্যাক্রোঁর শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্যারিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত কয়েক শ পুলিশ টহলে নামে।
২০১৫ সালে প্যারিস হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়, যা এখনো বহাল রয়েছে।
অভিষেক ভাষণে ম্যাক্রোঁ বলেন, সমাজের বিভক্তি ও ক্ষত অবশ্যই দূর করা হবে। বিশ্ব ও ইউরোপের ফ্রান্সকে চিরদিন দরকার হবে। একটি শক্তিশালী ফ্রান্স হবে- যারা স্বাধীনতা ও ঐক্যের বিষয়ে সর্বদা উচ্চকণ্ঠ।
অভিষেক অনুষ্ঠানে ম্যাক্রোঁর সঙ্গে ছিলেন নতুন ফার্স্ট লেডি ব্রিজিৎ ম্যাক্রোঁ ও তার পরিবারের সদস্যরা।