সচিবালয় প্রতিবেদক : গুণী চিকিৎসক এম আর খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোকপ্রস্তাব গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।