উত্তরা প্রতিনিধি : আজ ১ ডিসেম্বর ২০২৫ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ–এর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। একই সঙ্গে তিনি ও তার ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন, তাঁদের মায়ের স্মৃতিচারণ করে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন।
মরহুমা ছিলেন একজন ধর্মপ্রাণ, মানবিক ও আদর্শবান নারী—যার জীবনদর্শন সন্তানদের পথচলায় অনুপ্রেরণা হয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া এখনো বিরাজমান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়— আল্লাহ তায়ালা যেন তাঁর প্রতি অনন্ত রহমত বর্ষণ করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং রূহকে শান্তি ও মাগফিরাত প্রদান করেন।
আমরা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন।


