
ডেস্ক : এ প্রসঙ্গে ক্যালির এল পাইস সংবাদপত্রকে হাসপাতালের পরিচালক জুয়ান কার্লোস কোরালস বলেন, ‘আমরা জানি না কি ঘটেছে। আমরা শুধু এতটুকু জানি আমরা খুবই মর্মান্তিক একটা পরিস্থিতির মধ্যে রয়েছি। এটা খুবই কঠিন একটি পরিস্থিতি।’
স্থানীয় সময় দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে। মিসেস মুনিজ তার রুম থেকে ক্যাফেটেরিয়ায় যাওয়ার সময় তার ওপর পতিত হয় মারিয়া।
জুয়ান বলেন, ‘ডাক্তার মুনিজ মাথায় আঘাত পেয়েছিলেন এবং তিনি মারা গেছেন, তাকে বাঁচানোর সমস্ত চেষ্টা করা হয়েছিল।’
এরকম দুর্ঘটনাকে কি বলা যায়?
কলম্বিয়ার ক্যালি শহরের এক হাসপাতালের শিক্ষানবিশ এক নার্স হাসপাতালের টপ ফ্লোর থেকে ষষ্ঠ ফ্লোরে এক ডাক্তারের ওপর পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেছেন। কিন্তু যে ডাক্তারের ওপর তিনি পড়েছিলেন, এ দুর্ঘটনায় সেই ডাক্তারের মৃত্যু ঘটেছে।
১৬ জুন, ডেল ভ্যালি বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাক্তার ইসাবেল মুনিজ মৃত্যুবরণ করে, সেদিন তার ওপর মাথার ওপর একই হাসপাতালের শিক্ষানবিশ নার্স মারিয়া ইসাবেল গঞ্জালোজ ওপরের ফ্লোর থেকে পড়ায়।
কিভাবে মারিয়া হাসপাতালের টপ ফ্লোর থেকে পড়ে গিয়েছিলেন তা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
তথ্যসূত্র : বিবিসি