
আন্তর্জাতিক ডেস্ক : হয়তো সংকটের নতুন নাম হতে যাচ্ছে তুরস্ক। ১৯২৩ সালে কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত আধুনিক তুরস্কে এ পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে, যা নিয়ে সহিংসতা, সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
গণভোটে অনিয়মের অভিযোগ তুলে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরোধীরা রাস্তায় তুমুল বিক্ষোভে নেমেছে।
এদিকে, এরদোয়ানপন্থি নির্বাচন কমিশন ও এরদোয়ান সরকার ঘোষণা করেছেন, গণভোটে সরকার পক্ষের জয় হয়েছে।
সংসদীয় ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাব রেখে রোববার তুরস্কে গণভোট হয়। ভোটে সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছে এরদোয়ানের পক্ষ।
সরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, ৯৯ দশমিক ৯৭ শতাংশ ভোট গণনা শেষে সংবিধান পরিবর্তনের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৪১ শতাংশ এবং বিপক্ষে পড়েছে ৪৮ দশমিক ৫৯ শতাংশ। ভোট পড়েছে প্রায় ৮৫ শতাংশ।
সামান্য এই ব্যবধানে জয়-পরাজয়ের পর বিরোধীদল রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি)দাবি করেছে, ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে। সিল ছাড়া ব্যালট পেপার ছাপানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন দাবি করেছে, নির্বাচন স্বচ্ছ হয়েছে এবং যে ফলাফল এসেছে তা বৈধ। তাদের মতে, এই বৈধতার ওপর ভিত্তি করে সাংবিধানিক সংস্কার শুরু করতে পারবেন এরদোয়ান।
তবে আশঙ্কার জায়গা হলো তুরস্কের বৃহৎ তিন শহর- ইস্তাম্বুল, আঙ্কারা ও ইজমিরে গণভোটে ‘না’ জয়ী হয়েছে। মধ্যবিত্ত, অসম্প্রদায়িক ও বুদ্ধিজীবী শ্রেণির মানুষের বসবাস এ তিন শহরে অপেক্ষাকৃত বেশি। তারা এরদোয়ানের ক্ষমতার বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে, এ তিন শহর বিরোধী বিক্ষোভে সোচ্চার হলে তা দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে।
গণভোটে জয়ের ফলে এরদোয়ান সরকার এখন সংবিধান পবিরর্তন করে তার ক্ষমতা বাড়াতে পারবেন। রাষ্ট্রপতিশাসিত সরকার হলে সর্বোচ্চ ও সর্বময় ক্ষমতার অধিকার হবেন তিনি। প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে, মন্ত্রী, বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি। এ ছাড়া আগামী ২০২৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এরদোয়ান।
কিন্তু দেশের বিপুল জনগোষ্ঠী যে গণভোটের বিরুদ্ধে, সেখানে সংবিধান পবির্তন করার মতো ঘটনা হবে তাদের ওপর তা চাপিয়ে দেওয়া। এই চাপ মাথায় নিয়ে ভবিষ্যতের তুরস্ক বিনির্মাণের পরিকল্পনা করতে এরদোয়ানকে।
এ ছাড়া গণভোটে অনিয়মের যে অভিযোগ উঠেছে, তাতে যদি বিদেশি পর্যবেক্ষকরাও সায় দেয়, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। অনিয়নেমর অভিযোগের সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরা একমত হলে বিরোধীরা বিক্ষোভ দীর্ঘায়িত করার সুযোগ পাবে। তা না হলে হয়তো এরদোয়ান তার মতো দেশ গোছানোর কাজ করতে পারবেন।
ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, গণভোট নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতামতের দিকে তাকিয়ে আছে তারা। জার্মানির চ্যান্সেলরও প্রায় একই কথা বলেছেন। সঙ্গে এ-ও বলেছেন, গণভোটের বিরুদ্ধে যে বিপুলসংখ্যক মানুষ রায় দিয়েছে, তাদের মতামতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে তুর্কি নেতৃত্বকে, বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ানকে।
বিরোধীরা ৬০ শতাংশ ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। যদি গণনা না হয়, তবে তা নিয়ে রাজনীতির মাঠ গরম করতে চাইবেন তারা। এ ছাড়া এ গণভোটে আর যে বিষয়টি পরিষ্কার হলো, তা হচ্ছে, এরদোয়ানের আত্মবিশ্বাস কমে গেল। যেভাবে প্রত্যাশা করেছিলেন, তার ডাকে গণভোটে সেভাবে সাড়া পড়েনি। দেশের প্রায় অর্ধেক মানুষ তার বিরোধিতা করেছে। বিষয়টি আমলে না নিলে তুরস্কের ভবিষ্যৎ অন্ধকারে পতিত হতে পারে।