এরা আওয়ামী লীগ আইনের শাসনের বিরোধী

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ষোড়শ সংশোধনীর রায় বাতিলের মধ্য দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করানো উচিৎ বলেও মনে করেন তিনি।

শনিবার রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পাওয়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তিনি দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাতে আসেন।

মির্জা ফখরুল বলেন, ‘এরা (আওয়ামী লীগ) আইনের শাসনের বিরোধী। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।’

‘রায় বাতিলের পর ক্ষমতাসীন সরকার প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের অন্যান্য নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে মনগড়া কথা বলছে এগুলো বেআইনি।’

বিএনপি মহাসচিব বলেন, ষোড়শ সংশোধনীর রায় ক্ষমতাসীনদের আসল চেহারা দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর তাই এখন অমূলক কথাবার্তা বলে যাচ্ছে।

ইসির সংলাপ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে বলেছেন যে, ইসির সংলাপে খুব একটা সুফল পাওয়া যাবে না। এটা রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ। কারণ রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সংলাপের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের কাজ নয়।’

‘কাজেই আমরা (বিএনপি) মনে করি, ইসির সংলাপ চলমান মূল সংকট সমাধানে কোনো কাজ করবে না। সহায়ক সরকার ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যে বিষয়টি সামনে এসেছে সে ব্যাপারে এই সংলাপ কোনো সমাধান দেবে না।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।