এর আগে অনেকবার সংবিধান পরিবর্তন করা হয়েছে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনকালীন সহায়ক সরকার মানে একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থার কথা বলছে বিএনপি, এ কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নিয়ে আওয়ামী লীগ যে বক্তব্য রাখছে, তা সঠিক নয়।

নির্বাচনকালীন শেখ হাসিনার সরকারই সহায়ক সরকার বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের একদিন পর সোমবার বিএনপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সহায়ক সরকার নিয়ে ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সহায়ক বলতে আমরা যেটা বুঝিয়েছি, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার থাকবে নির্বাচনকালে। এটার সঙ্গে তাদের (আওয়ামী লীগ) যে চিন্তা, সেই চিন্তার কোনো মিল নেই।’

আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যাপারে কথা বলে বিএনপি সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেও জানান তিনি।

দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না, দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা একদলীয় একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় একতরফা একটা নির্বাচন করে। কিন্তু এবার এটা সম্ভব হবে না। এবার দেশের মানুষও গ্রহণ করবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা কেউ তাদের এ্ই চিন্তাভাবনাগুলো মেনে নেবে না।’

তিনি আরো বলেন, ‘এর আগে অনেকবার সংবিধান পরিবর্তন করা হয়েছে। ১৯৯১ সালে সংবিধান স্থগিত রেখে সংবিধান পরিবর্তন করা হয়েছে, ৯৬ সালে সংবিধান পরিবর্তন করা হয়েছে। মানুষের জন্যই তো সংবিধান। দেশের বৃহত্তর জনগোষ্ঠির যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন সংবিধান। প্রয়োজনে সেটা পরিবর্তনও করা যেতে পারে।’

মির্জা ফখরুল বঙ্গবীর কাদের সিদ্দিকীর খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন।

মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের উচিৎ যারা এভাবে বিতাড়িত হয়ে আসছে, তাদেরকে সাময়িকভাবে আশ্রয় দেওয়া এবং মিয়ানমার সরকারের সঙ্গে অতি দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা।’

এ সময় অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ছাত্রনেতা ইসমত কাদির গামা, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, অধ্যাপক নাজিউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।