সচিবালয় প্রতিবেদক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিতব্য ১০ম এশীয়-প্রশান্ত অঞ্চলের সমবায় মন্ত্রীদের সম্মেলনে যোগদানের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার এ সম্মেলন শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রী পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব বেগম ও এন ছিদ্দিকা খানম, সমবায় বিভাগের নিবন্ধক ও মহাপরিচালক মো. আব্দুল মাজিদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম ও সমবায় বিভাগের উপ-নিবন্ধক মো. হেলাল উদ্দিন। আগামী ২২ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।