লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি দলটির প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের আগে, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ২০ ডিসেম্বর জানিয়েছিলেন, বিএনপি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর মন্তব্য’ দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মন্তব্য এলডিপির কোনো দলীয় সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয় এবং এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
তবে নিজের প্রতিবাদের বিষয়ে চৌধুরী হাসান সারওয়ার্দী দাবি করেন, তিনি নিজে কোনো ফেসবুক স্ট্যাটাস দেননি। তিনি কেবল প্রেসিডিয়ামের অন্য সদস্য ড. নিয়াজুল বশিরের একটি স্ট্যাটাসে মন্তব্য করেছিলেন।
তিনি বলেন, নিজের মত প্রকাশ করা তার সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। ওই মন্তব্যে এলডিপির আদর্শ বা নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। তিনি শুধু বলেছেন, বিএনপির সঙ্গে এলডিপির আনুষ্ঠানিক কোনো জোট বা লিখিত চুক্তি নেই।
চৌধুরী হাসান সারওয়ার্দী অভিযোগ করেন, এলডিপির গঠনতন্ত্রের ৬.৩ ধারার আলোকে প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু তাকে বা অন্য প্রেসিডিয়াম সদস্যদের এ বিষয়ে জানানো হয়নি এবং কোনো বৈঠকও হয়নি।
তিনি মহাসচিবের একক সিদ্ধান্তে এই সাময়িক বহিষ্কারাদেশকে অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী হিসেবে নিন্দা জানিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এ ধরনের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। লিখিত আদেশ না পাওয়ায় তিনি আইনগত পদক্ষেপের অধিকার সংরক্ষণ করছেন।
তিনি আরও উল্লেখ করেন, যে সংগঠনের মহাসচিব অন্য একটি রাজনৈতিক দলের জন্য সর্বদা নিয়োজিত থাকেন সেই সংগঠন একটি অনিরাপদ আশ্রমে পরিণত হবে।
চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, রাজনীতিতে সম্মান, মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি দলের সদস্য ও সাধারণ জনগণের সহানুভূতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


