
নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১), বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হাজ্বী মো: ইউনুস আলীর সাক্ষাতকার।
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
মো: আব্দুল হান্নান, বেড়া (পাবনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ৬৮, পাবনা-১, বেড়া-সাঁথিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক আলহাজ্ব মো: ইউনুস আলীর সঙ্গে সাক্ষাতকারটি নিম্নে প্রদত্ত হইলো। সাক্ষাতকারটি গ্রহণ করেছেন মো: আব্দুল হান্নান, বেড়া (পাবনা) প্রতিনিধি :
আস্সালামু আলাইকুম।
উত্তর : ওয়ালাইকুম আস্সালাম।
প্রশ্ন : রাজনীতিতে আপনার শুরু কিভাবে হয় ?
উত্তর : অবশ্যই সেটা আমার পরিবার থেকে। ব্যবসায়িক সুবাদে আমার বাবা এই এলাকার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আমার বাবা জাগো দল করতেন। পরবর্তীতে পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা মির্জা আব্দুল আউয়াল সাহেবের ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনীতি করেছেন এবং নির্বাচনে তাকে সার্বিক দিক দিয়ে নানাবিধ সহায়তা করেছেন। আমার রাজনীতির শুরু আমার পরিবার থেকেই, আমার বাবাকে দেখেই।
প্রশ্ন : আপনি কেন বিএনপি’র রাজনীতি পছন্দ করেন ?
উত্তর : শহীদ জিয়ার স্বপ্ন ছিলো একটি আত্ননির্ভরশীল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, আমি তার আদর্শে উদ্বুদ্ধ হয়েই বিএনপি’কে পছন্দ করি এবং সেই থেকে বিএনপি’র রাজনীতি করি।
প্রশ্ন : আপনি কি এ আসনে মনোনয়ন পাবেন ?
উত্তর : দলের জন্য দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি এবং বর্তমানেও নি:স্বার্থভাবে দলের কাজ করে যাচ্ছি। এজন্য আমি আশাবাদী, দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদী।
প্রশ্ন : যদি আপনি মনোনয়ন না পান তাহলে আপনার ভূমিকা কি হবে ?
উত্তর : দেখুন, দলীয় হাই কমান্ড যদি আমার চেয়ে কোন ভালো প্রার্থীকে মনোনয়ন দেয়, তাহলে আমি তার হয়ে কাজ করবো এটা আমার ব্রত। এতে অন্য কিছু ভাববার অবকাশ নেই। ব্যক্তির চেয়ে দল বড়, তাই আমাকে মনোনয়ন না দিলেও আমি আগে চিন্তা ভাবনা করবো দলকে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়।
প্রশ্ন : যদি আপনি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে বেড়া-সাঁথিয়ার কেমন উন্নয়ন হবে ?
উত্তর : নির্বাচনী এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করে, তাহলে আমার প্রথম কাজ হবে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং বেকারত্ব দূরীরকরণ। এছাড়া এলাকার সার্বিক আইন শৃঙ্খলা সুন্দর রাখা সহ এলাকায় কোন সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
প্রশ্ন : নির্বাচনী এলাকায় বিএনপি’তে রাজনৈতিক কোন কোন্দন আছে কিনা ?
উত্তর : আমার দৃষ্টিতে নির্বাচনী এলাকায় বিএনপি’র মধ্যে রাজনৈতিক কোন কোন্দল নেই।
প্রশ্ন : আইন শৃঙ্খলা উন্নয়নে আপনার ভূমিকা কি হবে ?
উত্তর : আমি আগেই বলেছি এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে আমার কঠোর ভূমিকা থাকবে। আমার নির্বাচনী এলাকার জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য যেটা করার দরকার তা আমি করবো।
প্রশ্ন : অনেকেই মন্তব্য করে বিএনপি’তে চেইন অব কমান্ড নেই ?
উত্তর : দেখুন কে কি ভাবে সেটা বড় বিষয় নয়। আপনাকে দেখতে হবে বিএনপি একটি বড় দল। হয়তো কোন কোন ক্ষেত্রে সামান্য কিছু কোন্দল হতেই পারে। কিন্তু সেটা ক্ষণস্থায়ী। হাই কমান্ডের নেতাদের হস্তক্ষেপে সেটা খুব দ্রুত নিরসন হয়ে যায় এবং পরবর্তীতে সবাই দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সুন্দরভাবে এগিয়ে নিতে একজোট হয়ে যায়। আর এটাই হলো বিএনপি দলের বৈশিষ্ট্য।
প্রশ্ন : সার্বিকভাবে আপনার দলীয় দৃষ্টিভঙ্গি কী ?
উত্তর : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন।
ধন্যবাদ