এলাকার ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার শম্ভুপুরা এলাকার ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার বিকেল ৪ টার দিকে বালুবাহী বাল্কহেড এমভি কাউসারের সঙ্গে ধাক্কা লাগে  যাত্রীবোঝাই ওই ট্রলারটির। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছে। আহত হয়েছে সাত জন।

স্থানীয়রা জানান, ট্রলারটি সোনারগাঁও থানার চরকিশোরগঞ্জের বালুরঘাট থেকে যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পাড়ি দেওয়ার সময় সংর্ঘষ হলে সেটি তলিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিখোঁজ রয়েছেন শাহিনা নামের এক নারী।

এ ঘটনায় আহতদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠনো হয়েছে।

কলাগাছিয়া নৌফাঁড়ির এএসআই মো. জাহিদ হোসেন জানান, এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।